Home / বিবিধ / লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক।।

লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক।।

অনলাইন ডেস্ক :     লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হিসাবে বুধবার দায়িত্বভার গ্রহণ করেছেন।তিনি স্থলাভিষিক্ত হলেন লে. কর্নেল মোঃ সারওয়ার-বিন-কাশেমের।

সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম।মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট তিনি।সুদানে জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি।

লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম উগান্ডা,ইউকে,ভারত এবং ইউএসএ হতে বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য সরকারী কর্তব্যে গমন করেন।তিনি প্রেষণে র‌্যাবে যোগদান করেন ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর।তিনি র‌্যাব-১২ এর অধিনায়ক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ওই বছরের ১৪ নভেম্বর।

*ছবি-তথ্য সংগ্রহকরা*

About admin

Check Also

জুনায়েদ বাবুনগরী জুমার খুতবায় যা বলেছেন।।

অনলাইন ডেস্ক :    সরকার,প্রশাসন,জনগণ সবাইকে নসিহত করছি।আল্লাহকে ভয় করুন।তার আজাবকে ভয় করুন।হাশরের দিনের পাকড়াওকে ভয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *