অনলাইন ডেস্ক: জয়নাল আবেদীন নামের এক যাত্রীকে আটক করা হয়েছে চার্জার লাইটের ব্যাটারি রাখার জায়গায় লুকানো প্রায় ৭ কোটি টাকা মূল্যের সোনার বারসহ।জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে শুল্ক ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা তাকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে আটক করেন শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে।
চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার জয়নাল আবেদীন এয়ার অ্যারাবিয়ার উড়োজাহাজে করে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে দেশে আসেন।১৩০টি সোনার বার,১২টি মোবাইল সেট ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে।১৫ কেজি ১৬৪ গ্রাম ওজনের সোনার বারগুলোর আনুমানিক মূল্য ৭ কোটি ১৫ লাখ টাকা প্রায়।বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক বাবুল ইকবাল বলেন,আটক করা হয়েছে জয়নাল আবেদীনকে।আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে।
বি: দ্র: প্রতীকী ছবি