শূন্যের পূর্নতা-ইমাম হোসেন বিমান-কবি,লেখক ও সাংবাদিক।
অনলাইন ডেস্ক :
শূন্য বলে নেইতো কিছু
তবে কেন পূর্নতার পিছু,
সংখ্যা বলে আমার পিছে
শূন্য কেন ঘুরছো মিছে।
শূন্য বলে আমায় ফেলে
সংখ্যার কি পূর্নতা মিলে,
কষ্ট দিওনা কারো দিলে
ভালোবাসা হয় দুইয়ে মিলে।
বেদনার রং হয় যদি নীলে
তাতেই মন ভরিয়ে দিলে,
সংখ্যা নিলে আমায় ফেলে
শূন্য বিনে কি দশমিক পেলে,
সংখ্যার কি পূর্নতা মিলে
সেটাও কি ভূলে গেলে।
হয়তো একটু ছোট্র ভূলে
শূন্য ফেলে দশমিক তুলে,
অপূর্নতাই রেখেই দিলে
দশমিক নিয়ে কি পেলে।
সংখ্যার তো নেইতো জ্যোতি
শূন্য বিনে সংখ্যার গতি,
দশমিক তুমি করলে ক্ষতি ফিরিয়ে দেওনা আমার পতি।
