অনলাইন ডেস্ক: সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের।সাবেক এই রাষ্ট্রপতির জানাজা হয় সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে।ঢাকা ক্যান্টনমেন্ট মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় গতকাল রোববার বাদ জোহর।তথ্যমতে,জানাযায়-কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে এরশাদের মরদেহ নেওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে।এরশাদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।এরশাদের মরদেহ রাখা হবে রাতে সিএইমচের হিমঘরে।এরশাদের মরদেহ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে রংপুরেম ঙ্গলবার সকাল ১০টায়।মরদেহ নিয়ে আসা হবে ঢাকায় সেখানে জানাজার পর।এরশাদের দাফন হবে ঢাকার সামরিক কবরস্থানে।
(বি:দ্র: ছবি-তথ্য সংগ্রহকরা)