অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ যে অন্যায়গুলো করছে সেগুলোর বিরুদ্ধে আন্দোলন করতেন বেগম খালেদা জিয়া বাহিরে থাকলে।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন এজন্য তাকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। সাংবাদিকদের কাছে তিনি এই কথা বলেন ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে রবিবার সকালে।মির্জা ফখরুল খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বলেন,এই সরকার অমানবিক এবং বেআইনি কাজে এতো অভ্যস্ত হয়ে পড়েছে যে তারা খালেদা জিয়ার অসুস্থতা লক্ষ্য করছে না।এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত অনৈতিক কাজগুলো করছে। খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,বেগম খালেদা জিয়া এই দেশের জণগনের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা।তিনি দেশের মানুষের যে আশা আকাংঙ্খা তা প্রতিনিধিত্ব করেন।অবিলম্বে তার মুক্তি দেয়া উচিৎ।মির্জা ফখরুল আরো বলেন,ভারত-পাকিস্তানের যে সাংবিধানিক সমস্যা বিরাজ করছে।কাশ্মীরের জনগণের স্বার্থে সংযত হওয়া উচিৎ।সাংবিধানিক কারণে জনগণ সমস্যা পড়বে তা অমানবিক।উভয়পক্ষ সংযতভাবে সমস্যা নিরসন করবে আশা রাখি।মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে প্রবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা জানান।এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নূরে সাহাদাত স্বজন,পয়গাম আলী,সুলতান ফেরদৌস নূর চৌধূরী,আনসারুল হক,থানার বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ জেলা-উপজেলার বিএনপির নেতাকর্মীবৃন্দ।
(বি:দ্র: ছবি-তথ্য সংগ্রহকরা)