সংবাদদাতা : আনিছুর রহমান,জামালপুর,সরিষাবাড়ি।
অনলাইন ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়,তথ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী,ডাঃ মুরাদ হাসান এমপি আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
আজ শুক্রবার বিকেল ৬ ঘটিয়ে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জনাব সানোয়ার হোসেন (বাদশা) এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপাধ্যক্ষ হারুন-অর-রশীদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ডাঃ মুরাদ হাসান এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য মন্ত্রণালয়, সহ-সম্পাদক, গণি, সহ-সভাপতি, আব্দুল লতিফ,বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি, সাইফ আশরাফ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, রনি (ভিপি) প্রমুখ। এ-সময় তথ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী,ডাঃ মুরাদ হাসান এমপি বলেন,১৫ আগস্ট উপলক্ষে জাতীয় শোক দিবসে এবার কাঙালি ভোজ হবেনা। হবে শুকনো খাবার। হবে বানভাসি অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ায় হবে জাতীয় শোক দিবসের এক মাত্র কাজ।এবং ইউনিয়ন-ইউনিয়ন ঘুরে বিভিন্ন রাস্তা-ঘাট কি পরিমাণ খতিয়ে দেখবেন বলে জানান তথ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী,ডাঃ মুরাদ হাসান এমপি। এর জন্য যা কিছু করনীয় তা তিনি করবেন বলে জানান।