অনলাইন ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন,অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা দেশের মাটিতেই নিজের কবর চান।তিনি এই কথা বলেন রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,খোকা আমাদের বলেছেন,তার বন্ধুদের বলেছেন,দেশের মাটিতেই যেন তার কবর হয়।আজও তার ছেলে সকালবেলা ফোন করে বলেছে, আমরা পূরণ করতে চাই বাবার এই ইচ্ছা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,দুরারোগ্যে ক্যান্সারে ভুগছেন সাদেক হোসেন খোকা।তিনি বিদেশে অবস্থান করছেন চিকিৎসার জন্য।তিনি বলেছেন,যদি অসুস্থ না থাকতেন,প্রতি সপ্তাহে মনিটর করতে ডাক্তারের কাছে যদি যেতে না হতো, তাহলে দেশে গিয়ে জেলে যেতেন,মানুষের সঙ্গে থাকতেন। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি,খোকা যেন দেশে ফিরতে পারেন সুস্থ অবস্থায়।
বি: দ্র: ফাইল ছবি