সংবাদদাতা: মোঃ শান্ত মিয়া-সাভার।
অনলাইন ডেস্ক : সাভারে ভারতীয় ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।
বুধবার (৪ নভেম্বর) সকালে সাভারের হেমায়েতপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব ৪ এর সদস্যরা।
র্যাব জানায়, সাভারের হেমায়েতপুরে সকালে মাদক ব্যবসায়ী গোলাম রাব্বানী, আমির হামজা ও আফতাব তামিম ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে র্যাব এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।