সংবাদদাতা: মোহাম্মদ আবু তৈয়ব,কক্সবাজার সদর।
অনলাইন ডেস্ক: কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ট।আজ বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে অভিযানটি পরিচালনা করা হয় বলে জানায় কোস্টগার্ড। কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে.কমান্ডার এম,সোহেল রানা জানান, সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পাড়ায় একটি জঙ্গলে পাচারকারীরা ইয়াবা মজুদ করেছে এমন গোপন সংবাদে কোস্টগার্ডের একটি টিম সেখানে অভিযান চালায়। বিভিন্ন স্থানে খুঁজাখুঁজির পর এক পর্যায়ে ঐ জঙ্গলে মাটির নিচে বিশেষ কায়দায় পুতে রাখা কয়েকটি বস্তা পাওয়া যায়। কোস্টগার্ড কর্মকর্তা আরো জানান,অভিযানের সময়৷ কোন কারবারিকে আটক করা সম্ভব হয়নি উদ্ধারকৃত ইয়াবা সমূহ পরবর্তী আইনী পক্রিয়া গ্রহনের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।