Home / অর্থনীতি / সোনার দাম দেশের বাজারে কিছুটা কমানো হয়েছে।।

সোনার দাম দেশের বাজারে কিছুটা কমানো হয়েছে।।

অনলাইন ডেস্ক :    সোনার দাম দেশের বাজারে কিছুটা কমানো হয়েছে।তেজাবী সোনার (পাকা সোনা) দাম স্থানীয় বাজারে কমার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে।এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম কমে ৯২ হাজার ২৩০ টাকা হয়েছে।এতদিন ৯৩ হাজার ৩৯৭ টাকা ছিল। 

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)জানিয়েছে,আগামীকাল রোববার (৫ফেব্রুয়ারি) থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে।

বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়। 

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নির্ধারণ নতুন দাম অনুযায়ী,রোববার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৯২ হাজার ২৬২ টাকা,২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১১০৮ টাকা কমিয়ে করা হ‌য়ে‌ছে ৮৮ হাজার ৬৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি সোনার দাম কমানো হ‌য়ে‌ছে ৯৯২ টাকা এখন কিন‌তে লাগ‌বে ৭৫ হাজার ৪৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৪৬৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৬২ হাজার ৮৬৯ টাকা।সবশেষ গত ১৪ জানুয়ারি বাজুস সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়।যা ১৫ জানুয়া‌রি থেকে কার্যকর হয়।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নির্ধারণ নতুন ওই দাম অনুযায়ী আজ পর্যন্ত সোনা কেনাবেচা হয়েছে ২২ ক্যারেটের প্রতি ভরি ৯৩ হাজার ৪২৯ টাকা,২১ ক্যারেট প্রতি ভরি সোনা ৮৯ হাজার ১৭১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৭৬ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বি‌ক্রি হ‌য়ে‌ছে ৬৩ হাজার ৩৩৬ টাকা।এদিকে সোনার দাম কমা‌নো হ‌লেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে,২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা,১৮ ক্যারেটের রুপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত আছে।

প্রতীকী-ফাইল ছবি

About admin

Check Also

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ।।

অনলাইন ডেস্ক :    ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *