Home / আন্তর্জাতিক / সৌদির হালাল নাইটক্লাব তোপের মুখে বন্ধ…

সৌদির হালাল নাইটক্লাব তোপের মুখে বন্ধ…

অনলাইন ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় অবস্থিত হালাল নাইটক্লাব-বন্ধ হয়ে গেল,চালু হতে না হতেই।সৌদি কর্তৃপক্ষ এটি বন্ধ করে দেয়,আইনগত প্রক্রিয়া অনুসরণ না করায়।খবরে বলা হয়-মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম এরাবিয়ান বিজনেস,দুবাই ও বৈরুতের নাইটক্লাব ব্র্যান্ড হোয়াইট জেদ্দায় তাদের একটি শাখা চালু করতে চেয়েছিল।ইন্টেরিয়র ডিজাইনের কাজও শেষ হয়েছিল এই ক্লাবের।সব প্রস্তুতিও নেওয়া হয় উদ্বোধনের জন্য।সৌদি কর্তৃপক্ষ শেষ পর্যন্ত উদ্বোধনের দিন মার্কিন গায়ক নে-ইয়ো আসার আগেই এটি বন্ধ ঘোষণা করে।একটি টুইট বার্তায় জানায়,সৌদি সংস্কৃতি বিভাগ,লাইসেন্স নেওয়া হয়নি নাইটক্লাবটি খুলতে।আইনি প্রক্রিয়ার লঙ্ঘন এটি পুরোপুরি।মার্কিন গায়ক নে-ইয়ো ইন্সটাগ্রাম পোস্টে বলেন গত বৃহস্পতিবার,জেদ্দার জনগণের কাছে ক্ষমা চাচ্ছি আমি।এটি বন্ধ করে দেওয়া হয়েছে,ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার আগে আমাকে বলা হয়।আবার এটি চালু করা চেষ্টা করব আমরা।মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেয়-গত সপ্তাহে নাইটক্লাবটি উদ্বোধনের ঘোষণা দেওয়া হলে।ব্যাপক সমালোচনা শুরু হয়,ক্লাবটির নাম হালাল নাইটক্লাব দেওয়ায়।এর নিন্দা জানানো হয়সৌদিতেই।স্বাগত জানায় আবার কেউ একে।সাদুবাধ জানায়-রক্ষণশীল এই দেশটির সংস্কৃতিতে পরিবর্তন আসায়।হালাল নাইটক্লাবে যা ছিল…ওয়াটারফ্রন্ট ছিল হালাল নাইটক্লাবে।বিশ্বের খ্যাতনামা মিউজিক গ্রুপের পরিবেশনা ছিল।ইলেক্ট্রনিক ডান্স মিউজিক,কমার্শিয়াল মিউজিক,আরএনবি এবং হিপহপ মিউজিক উপভোগ করার ব্যবস্থা ছিল।ছিল ড্যান্স ফ্লোর এই নাইটক্লাবের লাউঞ্জের একটি অংশে।এটা উন্মুক্ত ছিল নারী পুরুষ সবার জন্য।এখানে পাওয়ার কথা বলা হয়েছিল হোয়াইটের সব ধরনের সুযোগ সুবিধা।জানানো হয়েছিল,এখানে অ্যালকোহল জাতীয় পানি ও মদ পাওয়া যাবে না।এখনো মদ কেনাবেচা অবৈধ সৌদিতে।তাকে শাস্তি পেতে হয় যদি কেউ মদ কেনাবেচা করে।

(বি:দ্র:ছবি-তথ্য সংগ্রহকরা)

About admin

Check Also

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ আর নেই।।

অনলাইন ডেস্ক :    মারা গেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ বাকিংহাম প্যালেসে।তার বয়স …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *