অনলাইন ডেস্ক : আদালত ইয়াছির মোল্লা (২৫) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে।এ রায় ঘোষণা করেন কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান বৃহস্পতিবার বেলা ১১টার দিকে।ঝিনাইদহ সদর উপজেলার চরখাজুরা গ্রামের মৃত ইছাহাক মোল্লার ছেলে ইয়াছির মোল্লা।
তথ্যমতে জানাযায়,কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর মাফের আলী মাধ্যমিক বিদ্যালয় গেটের সামনে থেকে অষ্টম শ্রেণির ছাত্রীকে আসামি ইয়াছির মোল্লাসহ তার সহযোগীরা অপহরণ ও জোরপূর্বক মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায় ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর সকাল ১০টার।
ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনে ভেড়ামারা থানায় একটি মামলা দয়ের করা হয় ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর।মামলাটির তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে অভিযুক্ত ইয়াছির মোল্লাকে একমাত্র আসামি করে।বিচারক এ রায় দেন শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায়।
*প্রতীকী-ফাইল ছবি*