অনলাইন ডেস্ক: চালু হয়েছে প্রিজন লিংক স্বজন সার্ভিস কারাবন্দীদের মানুষিক প্রশান্তি দিতে।কারাবন্দীরা তাদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এতে করে।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান,রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সকালের নাশতার মেন্যু পরিবর্তন করতে এসে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন,তাদের অপরাধ প্রবণতা কমবে,কারাগারে থেকে বন্দীদের মানুষিক প্রশান্তি এলে। পাইলট প্রকল্প হিসেবে টাংগাইলে এ সার্ভিস চালু করা হয়েছে প্রাথমিকভাবে।সারাদেশে এ সার্ভিস চালু করা হবে পর্যায়ক্রমে।তিনিবলেন,কারাগার হচ্ছে সংশোধনাগার।বন্দীদের চাহিদা অনুযায়ী ৩৮টি ইভেন্টে প্রশিক্ষণ দেওয়া হয় কারাগারে।মুক্তির পর পুনরায় অপরাধে না জড়িয়ে সংশোধনের সুযোগ পাবে বন্দীরা।কারাগারে ব্রিটিশ আমলের সকালের নাস্তার মেন্যু পরিবর্তন করেন এসময় স্বরাষ্ট্রমন্ত্রী।কারাগারে বন্দীদের সকালের নাশতায় সপ্তাহে ২দিন সবজি খিচুরি,২দিন সবজি রুটি ও ২দিন হালুয়া রুটি দেওয়া হবে আজ থেকে।আগে রুটি ও গুড় সকালের নাস্তায় দেওয়া হতো।উপস্থিত ছিলেন এসময়,বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা-আইজি (প্রিজন),টিপু সুলতান-ডিআইজি (প্রিজন),আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান-ঢাকা জেলা প্রশাসক,রামানন্দ সরকার-অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল এবং শাহে এলিদ মাইনুল আমীন- কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা …।
(বি:দ্র:ছবি-তথ্য সংগ্রহকরা)