Home / ঢাকা / হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচ জনের বিরুদ্ধে প্রতারণার মামলার রায় ২০ মার্চ।।

হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচ জনের বিরুদ্ধে প্রতারণার মামলার রায় ২০ মার্চ।।

অনলাইন ডেস্ক :          হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচ জনের বিরুদ্ধে ঢাকার পল্লবী থানায় করা একটি জালিয়াতির মামলায় রায় ঘোষণার জন্য আদালত ২০ মার্চ দিন ধার্য করেছেন।ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন মঙ্গলবার (১৪ মার্চ) রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

হেলেনা জাহাঙ্গীরসহ অপর আসামিদের আইনজীবী এদিন আদালতকে বলেন,আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণে ব্যর্থ হয়েছে।তাই আসামিদের খালাস দেওয়ার আবেদন জানান।

রাষ্ট্রপক্ষ আদালতকে বলেন,আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে।তাই আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন।গত বছরের ১৮ এপ্রিল হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক শাহিনুর ইসলাম ২০২১ সালের ২১ নভেম্বর হেলেনাসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

জানা যায়,হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রা টিভির স্থানীয় সংবাদদাতা হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ভোলা জেলার আবদুর রহমান তুহিনের কাছ থেকে ৫৪ হাজার টাকা নেন।প্রতিবেদক হিসেবে রহমান কয়েক মাস কাজ করলেও কোনো বেতন পাননি।অন্যদিকে তার কাছ থেকে টেলিভিশন কর্তৃপক্ষ প্রতিমাসে তিন হাজার টাকা নেয়।এ অভিযোগে গত বছরের ২ আগস্ট আবদুর রহমান তুহিন বাদী হয়ে পল্লবী থানায় হেলেনা জাহাঙ্গীরসহ ৫ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন।আদালত এ মামলায় বাদীসহ রাষ্ট্রপক্ষের ১৩ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন।

ছবি: সংগৃহীত

About admin

Check Also

রমজানের রোজা পালনের জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল।।

লেখক : আলহাজ্ব এ,টি,এম,মোফাখখারুল ইসলাম আকন্দ-বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ,সমাজসেবক,শিক্ষানুরাগী ও ব্যাবসায়ি। অনলাইন ডেস্ক :    বিসমিল্লাহির রাহমানির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *