Home / ঢাকা / ২ শিশু নিখোঁজ-নৌকাডুবি,সদরঘাটে লঞ্চের ধাক্কায়…

২ শিশু নিখোঁজ-নৌকাডুবি,সদরঘাটে লঞ্চের ধাক্কায়…

অনলাইন ডেস্ক: নৌকাডুবির ঘটনা ঘটেছে,রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায়।নিখোঁজ রয়েছে এতে দুই শিশু।এই দুর্ঘটনা ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে।নিখোঁজ দুই শিশু-মিসকাত হোসেন ১২ এবং নুসরাত হোসেন ১০।দুই ভাই এরা।মিসকাত কালিগঞ্জ উলুম শামসুল হক মাদ্রাসা এবং নুসরাত কালিগঞ্জ মডেল স্কুলের শিক্ষার্থী।তথ্যমতে,জানাযায়-বাবুল ফরাজি এবং স্ত্রী জ্যোৎস্না বেগম ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বালিগঞ্জ শান্তপাড়ার,ঈদের ছুটিতে বরিশালের বাবুগঞ্জে যায়,ছেলে মিসকাত,নুসরাত এবং ১ বছর বয়সী মেয়ে শিশু নূরসাইবাকে নিয়ে।বাবুল তার কর্মস্থল ঢাকায় চলে আসে ছুটি শেষে।জ্যোৎস্না বেগম তার দুই ছেলে ও মেয়েকে নিয়ে বৃহস্পতিবার রাত ৮টায় সুরভি-৭ লঞ্চে বরিশাল থেকে রওনা দিয়ে ঢাকার সদরঘাটে পৌঁছে শুক্রবার ভোর সাড়ে ৬টায়।কালিগঞ্জের উদ্দেশে রওনা দেন মসজিদ ঘাট থেকে একটি নৌকা করে।নৌকাটি ডুবে যায় নদীতে,এমভি পূবালী-৭ নামে একটি লঞ্চ নৌকাকে ধাক্কা দিলে।ছেলে দুটি তলিয়ে যায় মাঝিরা জ্যোৎস্না বেগম ও মেয়ে নূরসাইবাকে উদ্ধার করতে সক্ষম হলেও।তথ্যমতে,জানাযায়-সদরঘাট নৌ থানার ওসি রেজাউল করিম ভূঁইয়া জানান,বিষয়টি নিশ্চিত করে,উদ্ধার তৎপরতা চালাচ্ছেখবর পেয়ে,সদরঘাট নদী ফায়ার সার্ভিস ও সদর ঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা।শিশু দুটির সন্ধান পাওয়া যায়নি বেলা সোয়া ১১টা পর্যন্ত।

(বি:দ্র:ছবি-তথ্য সংগ্রহকরা)

About admin

Check Also

বাসে অগ্নিসংযোগের ঘটনায় আটক ১০জন।।

অনলাইন ডেস্ক :     অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে রাজধানীতে হঠাৎ করে ৯টি স্থানে বাসে।ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *