অনলাইন ডেস্ক: পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়েছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে।আজ সোমবার এই বিস্ফোরণ ঘটে,বয়সসীমা নির্ধারণ না করে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি শেষে চলে যাওয়ার সময়।আলী আশরাফ মামুন নামের একজন আহত হয়েছেনএই ঘটনায়।একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে ঘটনাস্থলে। জানা যায়নি কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।তথ্যমতে-পল্টন থানার এসআই সেলিনা পারভীন বলেন,জানা যায়নি কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।পুলিশ তল্লাশি করছে আশপাশের এলাকায়।অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বিএনপি অফিসের সামনে।কাকরাইলের স্কাউট ভবনের দিক থেকে বহিষ্কৃত ছাত্রদল নেতাদের নেতৃত্বে একটি মিছিল নয়া পল্টনের কার্যালয়ের সামনে আসে বেলা সাড়ে ১১টায়।অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
(বি:দ্র: ছবি-তথ্য সংগ্রহকরা)