সংবাদদাতা: মোঃ সাইফুল ইসলাম রায়হান,চারঘাট রাজশাহী।
অনলাইন ডেস্ক: রাজশাহীর বাঘায় সীমান্ত এলাকা আলাইপুর হাজাম পাড়াথেকে ভারতীয় নাগরিক সহ আটক করেন দুই জনকে।
আজ বৃহস্পিবার (১০/১০/১৯) তারিখে রাজশাহী জেলা পুলিশ সুপার মহোদ্বয়ের নির্দেশনায় ইনেপেক্টার তদন্ত তার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করেন।
সকালে আলাইপুর হাজাম পাড়া সিমান্ত হতে আটক কৃত আসামী মোঃ আকাইল্যা হোসেন (৩৫) পিতা মৃত লালচাঁন হোসেন সাং বড় বড়িয়া থানা চারঘাট রাজশাহী। (২) মোঃ আরিফুল ইসলাম নাজমুল (২৩) পিতা মৃত নাজিদুল্লাহ , জলঙ্গী, মুশিদাবাদ ভারত। এই দুইজন ব্যবসাইকে আটক করেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, আটককৃতদের নামে মাদক-মামলা দায়ের করে । আজকে বৃহস্পিবার সকালেই আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।