অনলাইন ডেস্ক: জাপানের সেন্দাই নগরীতে বাঙালিদের সংগঠন ‘সেন্দাই ভাই ব্রাদাস’ কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।প্রতি বছরের ন্যায় আজ ৯/৬/১৯ ইং-রবিবার জাপানের সেন্দাই নগরীতে বাঙালিদের সংগঠন ‘সেন্দাই ভাই ব্রাদাস’ কতৃক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়ে উঠে বাঙালিদের পদচারণায় মুখরিত।সকলের আলাপ চারিতা,কুশল বিনিময়ে এবং হাসি খুশিতে ভরেউঠে অনুষ্ঠান প্রাঙ্গন।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমদাদুল হক।
‘সেন্দাই ভাই ব্রাদাস’ কতৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ইমরান চৌধুরী,নাজমুস সাকিব,নিলয় চৌধুরী,সাকাওয়াত সজিব,জিয়াউর রহমান,মাসুম বিল্লাহ,মঞ্জুর কবির,আবির রহমান,শাহরিয়ার শিশির,পংকজ সরকার,এমডি মিজান,ফারিয়া মিতু,কায়েনাত,আফসানা ইলা,নাইম ইসলাম,মাহবুবুর রহমান,গাজী নাসির,সাইদুর রহমান,কাওসার আহমেদ,আশরাফুল ইসলাম বাধন,মোস্তফা কামাল,মুরাদ হোসেন,মামুনুর রশিদ নাসির,অনিক,ফারুক আহমেদ,প্রমুখ।