অনলাইন ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরকে সাময়িক বরখাস্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক),পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের কাছে তথ্য ফাঁস করায়।দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ তথ্য জানান,আজ সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে।ইকবাল মাহমুদ আরও বলেন,রবিবার তিন সদস্যের উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছিল,ঘুষ লেনদেনের ঘটনায় কমিশনের সচিব দিলওয়ার বখতকে প্রধান করে।প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সেই কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে অর্থাৎ আজ।আজ এনামুল বছিরকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়এর পরিপ্রেক্ষিতে।দুদক চেয়ারম্যান বলেন,এনামুল বছিরকে অব্যাহতি দেওয়া হয়েছে ডিআইজি মিজানুর রহমানের দুর্নীতির তদন্ত থেকে। অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে কমিশনের তথ্য পাচার এবং শৃঙ্খলাভঙ্গের।
একটি কমিটিও গঠন করেছে দুদক-ডিআইজি মিজানের ব্যাংক অ্যাকাউন্ট এতদিন জব্দ থাকলেও বিপুল এই টাকার উৎসের তদন্তে।তথ্যমতে/জানাযায়-পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে গত বছর নারী নির্যাতনের অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য প্রকাশ হলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরএই তদন্তের দায়িত্বে ছিলেন।তিনি তদন্ত চলাকালেই প্রাপ্ত তথ্য অভিযুক্তের কাছে চালান করে দিয়ে আপসরফার মাধ্যমে দুই দফায় ৪০ লাখ টাকা ঘুষ নেন।দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে ডিআইজি মিজান নিজেই এমন অভিযোগ করেছেন।
(বি:দ্র:ফাইলছবি-তথ্য সংগ্রহকরা)