অনলাইন ডেস্ক: গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়া হয়েছে,মাদরাসাছাত্রী নুসরাত হত্যার পর পালিয়ে বেড়ানো ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে।প্রিজনভ্যান করে তাকে মহানগর দায়রা জজ আদালতে নিয়ে যায় পুলিশ সোমবার শাহবাগ থানা থেকে।তথ্যমতে-শাহবাগ থানার পরিদর্শক অপারেশনস মাহবুবুর রহমান জানিয়েছেন,তাকে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে হাজির করা হবে।তথ্যমতে,জানাযায়-হাফ হাতা গেঞ্জি রয়েছে ওসি মোয়াজ্জেম হোসেনের পরনে,সানগ্লাস চোখে,দাঁড়িমুখে।তিনি শার্ট পরিহিত ছিলেন গ্রেফতারের সময়।শাহবাগ থানা পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে মোয়াজ্জেমকে সোনাগাজী পুলিশের কাছে হস্তান্তর করে।ওসি মোয়াজ্জেমকে ঢাকার হাইকোর্ট এলাকা থেকে গ্রেফতার করা হয় রবিবার বিকালে। ২০ দিন পর তাকে গ্রেফতার করা হলো,সাইবার ট্রাইব্যুনালের পরোয়ানা জারির।ওসি মোয়াজ্জেম তাকে থানায় ডেকে জবানবন্দি নিয়েছিলেন-ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি গত মার্চ মাসে অধ্যক্ষ সিরাজ্জুদদৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলে।নুসরাতের গায়ে অগ্নিসংযোগ করে হত্যা করা হয় তার কয়েক দিনের মাথায়।আলোড়ন শুরু হয় এরপর সারাদেশে। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন নুসরাতের মৃত্যুর পর।অভিযোগ করা হয় ওই মামলায়,বেআইনিভাবে মোবাইল ফোনে নুসরাতের জবানবন্দির ভিডিও করেছেন এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছেন মোয়াজ্জেম হোসেন।
(বি:দ্র:ফাইল ছবি-তথ্য সংগ্রহকরা)