অনলাইন ডেস্ক: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ম শ্রেণী পড়ুয়া তামান্না বেগম নামে এক কিশোরী মারা গেছেশরণখোলায়।এই ঘটনা ঘটে উপজেলার উত্তর কদমতলা গ্রামে রবিবার সকালে।ওই গ্রামের আলম খানের কন্যা সে।উত্তর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ছিল তামান্না।
তথ্যমতে-জানাযায়,উত্তর কদমতলা গ্রামের আলম খানের আরেক কন্যা মেঘনা বেগম মারা যায় রবিবার ভোর রাতে। কিশোরী তামান্না বিদ্যুৎস্পৃষ্ট হয়,সকালে আত্মীয়স্বজন বাড়িতে আসায় তাদের জন্য ফ্যান চালু করতে গিয়ে।তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাৎক্ষণিক ভাবে।কিশোরীকে মৃত ঘোষণা করেন-সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিপন নাথ।
(বি:দ্র: ছবি-তথ্য সংগ্রহকরা)