অনলাইন ডেস্ক: সাউথ বনশ্রী ইয়োথ সোসাইটির কর্মকান্ডের ব্যাপারে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় প্রতিবাদ জানিয়েছেন-সাউথ বনশ্রী ইয়োথ সোসাইটির সভাপতি জাকির হোসেন মোল্লা,সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহাম্মেদ এবং দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ আলী স্বাক্ষরিত একটি প্রতিবাদ লিপিতে।প্রতিবাদ লিপি হুবহু তুলে ধরা হলো…
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে।সাউথ বনশ্রী ইয়োথ সোসাইটির সম্মানিত সভাপতি ও সদস্যদের নিয়ে গুটি কয়েক অনলাইন পত্রিকায় যে বিভ্রান্তি মূলক ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে।তা অসত্য,বানোয়াট ও দুঃখজনক।সাউথ বনশ্রী ইয়োথ সোসাইটি একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন যা দক্ষিণ বনশ্রী এলাকার সম্মানিত বাড়ির মালিকদের দ্বারা পরিচালিত।গত ২১/০৬/২০১৯ ইং শুক্রবারের যে ঘটনা প্রবাহ তা মালিক সমিতি পরিচালিত ফুটপাত দখলমুক্ত অভিযানের চলমান প্রক্রিয়ার অংশ বিশেষ।এখানে উল্লেখ্য যে,এই প্রক্রিয়া অত্যন্ত নিয়মতান্ত্রিক ভাবে পরিচালিত হয়ে আসছে।যা নির্দির্ষ্ট দিনের তিনদিন পূর্ব থেকে মাইকের মাধ্যমে অবৈধ ফুটপাত দখলদারদের সতর্ক করা হয়েছে।যার প্রতি এলাকাবাসীসহ পূর্ণ সমর্থন আছে।
অতয়েব বাড়ির মালিকদের সক্রীয় সংগঠন হিসাবে দক্ষিণ বনশ্রী ইয়োথ সোসাইটিও এই কার্যক্রমে মালিক সমিতির সাথে অংশগ্রহণ করে,মূলত সাউথ বনশ্রী ইয়োথ সোসাইটি এলাকার সৌন্দর্য বর্ধন,পরিষ্কার-পরিচ্ছন্নতা,শিক্ষা ও সংস্কৃতি বিকাশ,বৃক্ষ রোপন,দুস্থদের পাশে দাঁড়ানোসহ সকল প্রকার ভালো ও উন্নয়নমূলক কাজের সাথে জড়িত।যা এলাকার সকলের গ্রহণযোগ্য ও প্রশংসিত হয়েছে।সাউথ বনশ্রী ইয়োথ সোসাইটির সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থমন্বেষী মহল বিভিন্ন প্রকার অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে যা অত্যন্ত দুঃখজনক ও এলাকার উন্নয়ন কার্যক্রমের অন্তরায়।তাই এরূপ সংবাদ প্রকাশে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ্য- গত শুক্রবার (২১ জুন) রাজধানীর খিলগাঁও থানাধীন,দক্ষিন বনশ্রীর কাজীবাড়ী রোডে ফুটপাথ থেকে অবৈধ দোকান,রিক্সার গেরেজ এবং ফুটপাথ জুড়ে দখল করে রাখা দোকানপাট সরাতে গিয়ে ফুটপাথ-দোকানদার এবং সাউথ বনশ্রী ইয়োথ সোসাইটির লোকজনের সাথে বাকবিতন্ডা হয়।