গত মার্চ মাসে মুম্বাই গিয়েছিলেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। তখনই নতুন ছবির অভিনেতা হিসেবে চুক্তিবদ্ধ করিয়ে নেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। শুধু তা–ই নয়, ছবির প্রযোজক হিসেবেও থাকছেন বলিউডের এই অভিনেতা। আজ বৃহস্পতিবার তিনি প্রথম আলোকে জানান সেই খবর।
ফারুকীর নতুন এই ছবির কয়েকজন প্রযোজকের একজন অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা। এই ছবির মাধ্যমে দেশের জনপ্রিয় এই অভিনেত্রীর প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। সে হিসেবে বলা চলে, ফারুকী ও তিশার সিনেমার মধ্য দিয়ে বাংলাদেশে অভিষেক ঘটবে এই বলিউড অভিনেতার।