অনলাইন ডেস্ক :
স্বার্থ এবং ‘পর’র গল্প-
মোহাম্মদ ফরহাদ হোসেন টিপু (কবি,লেখক ও সংগঠক)
——————–
ভালা ভালা বইলা বন্ধু
পিছে কইবা কালা
কামলা মনে লইয়া হাল চষাইবা
তলে তলে ভরিবা ছালা।
তোর সুরেতেই বলি বন্ধু আমিতো ভালা না
আমিতো ভালা নারে না
আমিতো ভালা না।
ভালা লইয়া থাইকো বন্দ্ধু
পিরিত কইরো সকাল সাঁঝে
কইরো না মনে আমায় বন্ধু
শাপ দিও মাঝে মাঝে।
শর্তত্যাগে সব দিলাম ছাড়িছুড়ি
তোর মুখেতে পড়েনা কেনে তাও তালা?
সিদ্ধি হয়না তাও দোষ কী আমার
তোর গতরে সয়না কেনে কিসের এতো জ্বালা।
ফসল তুইলে শুধু ঘরে ল’বি
পইরে’লবি তোর জয়ের মালা
মঞ্চ কাপাইয়া নামী হবি
দেখাবি তোর একার নাটক পালা।
আমিতো ভালা না’রে
নারে নারে না
আমিতো ভালা না
আমিতো ভালা নারে না।
দিয়ে থুয়ে হইছি একা
তাও পিছে মন্দ বলো “কালা”
আফসোস করিনা বিশ্বাস করিয়াও
কোনকালেই কইলানাতো পোলা’ডা কী ভালা।
তাই তোর কাছেতে হইনা যদি ভালা
এ দুনিয়ায় পথযে আছে শতশত
ভালোবাসা বাসা’ই বাঁধিবো আমি
ভালোবাসাই ব্রত।
আমিতো ভালা না’রে না
ভালা না ভালা না
ভালা না’রে না
তোর মুখে বুলি যাহাই থাকুক-কিছু যায় আসেনা।
আমিতো ভালানা রে না
আমিতো ভালা না
আমিতো ভালা না
নারে নারে না।