অনলাইন ডেস্ক: শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে-সাবেক রাষ্ট্রপতি,সংসদে বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের।সচল রাখা হয়েছে যন্ত্র এবং ওষুধের মাধ্যমে তার সব কিছুই।বেঁচে আছেন তিনি।এই কথা বলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের বনানীতে পার্টি অফিসে এক ব্রিফিংয়ে) সোমবার দুপুরে।জিএম কাদেরবলেছেন,পল্লীবন্ধুর শ্বাস-প্রশ্বাস চলছে কৃত্রিমভাবে।কিছুটা কাজ করছেফুসফুস।যন্ত্র এবং ওষুধের মাধ্যমে সচল রাখা হয়েছে সব কিছুই।জিএম কাদেরবলেছেন,পল্লীবন্ধুর রক্ত থেকে অপ্রয়োজনীয় বর্জ্য অপসারণ করা হচ্ছে,অত্যাধুনিক ডায়ালাইসিস হেমো ডায়া ফিল্টারেশনের মাধ্যমে।সংক্রমণ নিয়ন্ত্রণ করা হচ্ছে হেমো পারফিউশনের মাধ্যমে।তিনি বলেছেন,ঘুম পাড়িয়ে রাখা হয়েছে ঘুমের ওষুধ ও বেদনানাশক ওষুধ দিয়ে হুসেইন মুহম্মদ এরশাদকে।তাকে সচেতন করা হবে অবস্থার উন্নতি হলেই।এটা বলা যাবে না এরশাদ ভালো আছেন,শঙ্কামুক্ত নয় তিনি,বেঁচে আছেন তিনি।
(বি:দ্র: ফাইল ছবি -তথ্য সংগ্রহকরা)