অনলাইন ডেস্ক: পুলিশ অজ্ঞাত পরিচয়ে তরুণের মরদেহ উদ্ধার করেছে বুড়িগঙ্গা নদী থেকে।অজ্ঞাত পরিচয় তরুণের লাশ উদ্ধার করা হয় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালিগঞ্জ তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে বৃহস্পতিবার সকালে।তথ্যমতে,জানাযায়-এই তথ্য নিশ্চিত করে বলেছেন,দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আবু সিদ্দিক,স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে লাশ ময়নাতদন্তের জন্য।ধারণা করা হচ্ছে পচে গলে যাওয়া কারণে,দুই তিনদিনের পুরোনো লাশটি।কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি তার শরীরে।সাদা টাউজার পরনে ছিলো।তথ্যমতে,তিনি জানান,একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এই ঘটনায়।
(বি:দ্র: ছবি -তথ্য সংগ্রহকরা)