অনলাইন ডেস্ক: দলের নতুন চেয়ারম্যান করা হয়েছে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের)।এই কথা জানান রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বৃহস্পতিবার দুপুরে।জাতীয় পার্টির সদ্য প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই জিএম কাদের।জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ মারা যান গত ১৪ জুলাই।দলের উত্তরসূরির নাম ঘোষণা করে যান এরশাদ স্বাক্ষরিত একটি চিঠিতে ১ জানুয়ারি।তথ্যমতে,জানাযায়-চিঠিতে এরশাদ বলেন,আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে পার্টির সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে,আমার অবর্তমানে পার্টির বর্তমান কো-চেয়ারম্যান জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
(বি:দ্র: ছবি-তথ্য সংগ্রহকরা)