অনলাইন ডেস্ক: ঢাকার দুই সিটি করপোরেশন থেকে ইজারা দেওয়া নির্ধারিত জায়গায় পশুর হাট বসাতে হবেঈদুল আজহা উপলক্ষে।রাস্তায় পশুর হাট বসতে দেওয়া হবে না।এছাড়া কোরবানির পশুর চামড়াও ঢাকার বাইরে যেতে দেয়া হবে না।বলেছেন,ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।তিনি এসব কথা বলেন,ডিএমপির সদর দপ্তরে আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় কোরবানির পশুর হাটের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় আজ সোমবার।ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন,রাজধানীতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে ঈদ উপলক্ষে। পুলিশের কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার থাকবে প্রত্যেকটি হাটে।পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে চামড়া কেনাবেচা ও পাচার রোধে।প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে মানি এস্কর্ট ও জাল নোট শনাক্তকরণেও।
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন,নগরীর বিপণী বিতানগুলোতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলওয়ে স্টেশন কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার থাকবে।ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন,আমাদের সবার সাথে সমন্বয় করে একটি সুন্দর কোরবানির পশুর হাটের ব্যবস্থা করতে হবে।ঢাকা শহরে অনুমোদিত পশুহাটে থাকবে পুলিশের কঠোর নজরদারি।পশুবাহি ট্রাক যেখানে যেতে চায় তাকে সেখানে যেতে দিতে হবে।কোন অবস্থায় তাকে বাধা দেয়া যাবে না।সমন্বয় সভায় উপস্থিত ছিলেন,ডিএমপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গোয়েন্দা সংস্থা ও সিটি করপোরেশনের প্রতিনিধি,বিজিএমইএ,বিকেএমইএ,দোকান মালিক সমিতি,হাট ইজারাদার,চামড়া ব্যবসায়ীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।ঢাকা মহানগরে অনুমোদিত পশুর হাট থাকবে মোট ২৭টি এই বছর ঈদুল আজহায়।যার মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনে ১৫টি ও উত্তর সিটি করপোরেশনে রয়েছে ১১টি পশুর হাট এবং ক্যান্টমেন্ট বোর্ডের অনুমোদনে ১টি পশুর হাট থাকবে। (বি:দ্র: ফাইল ছবি-তথ্য সংগ্রহকরা)