অনলাইন ডেস্ক: বুধবার সন্ধ্যা থেকে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায়।এই তথ্য জানান আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ।তিনি জানান,বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার) বর্ষণ হতে পারে বাংলাদেশে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকার কারণে।আবহাওয়া অফিস জানায়,এছাড়াও চুয়াডাঙ্গা,যশোর,সাতক্ষীরা ও খুলনা অঞ্চলসমূহের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য,খুলনা, ফরিদপুর,বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী,কুমিল্লা,চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে।
(বি:দ্র: ফাইল ছবি-তথ্য সংগ্রহকরা)