অনলাইন ডেস্ক: দ্বিবার্ষিক নির্বাচন হয়ে গেল বিনোদন সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির গত ২৬ জুলাই।সভাপতি নির্বাচিত হয়েছেন ফাল্গুনী হামিদ ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু এবারের নির্বাচনে।সংগঠনের বিজয়ীরা নেতৃত্ব দেবেন(২০১৯-২১)আগামী ২ বছর।এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত ২৬ জুলাই দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে।নির্বাচনে ৪৬ জন প্রার্থী অংশ নেন ২১ পদের বিপরীতে।ভোটার সংখ্যা ছিল ৫৩৯।৪৬৭ জন ভোট দিয়েছেন।এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক আলিমুজ্জামান গতকাল সকালে ফলাফল ঘোষণা করেন।সেখান নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ,মাহাবুবুর রহমান,কানাই চক্রবর্তী ও আবুল হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।
৩৬৫ ভোট পেয়েছেন সভাপতি ফাল্গুনী হামিদ।১৬১ ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু।অন্যান্য বিজয়ীরা হলেন সহ-সভাপতি বাদল আহমেদ (২৪৬) ও সৈকত সালাউদ্দিন (২২৮), সহ-সাধারণ সম্পাদক রিমন মাহফুজ (২৫৭), অর্থ সম্পাদক মঈন আবদুল্লাহ (২৪২), সাংগঠনিক সম্পাদক রাহাত সাইফুল (২৫৯), আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক শফিকুল আলম মিলন (২৬১), ক্রীড়া সম্পাদক মুজাহিদ সামিউল্লাহ (২৩০), সমাজ কল্যাণ ও মহিলাবিষয়ক সম্পাদক শ্রাবণী হাওলাদার (২৯৫), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সুফিয়ান রতন (২৫৬) ও দপ্তর সম্পাদক নিপু বড়ুয়া (২৩৬)।সদস্য পদে বিজয়ী হয়েছেন-লিটন এরশাদ, আবিদা নাসরিন কলি, ইব্রাহিম খলিল খোকন,অঞ্জন রহমান,রেজাউল করিম রেজা,তুষার আদিত্য,মাহমুদ মানজুর,ইরানী বিশ্বাস ও লিটন রহমান। (বি:দ্র: ছবি-তথ্য সংগ্রহকরা)