অনলাইন ডেস্ক: কোহিনুর বেগম নীলা (৩৩) নামে পুলিশের এক এসআই মারা গেছেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে।পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ছিল তার কর্মস্থল।তিনি মারা যান রাজধানীর মোহাম্মদপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১টা ১৫ মিনিটের দিকে।তথ্যমতে,জানাযায়-মোহাম্মদপুর সিটি হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তা বলেন,নীলাকে গুরুতর অবস্থায় এই হাসপাতালে আনা হয় রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে গত ২৯ জুলাই রাত ৯টায়।রাখা হয় এরপর থেকে থেকে আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্র।তিনি মারা যান বুধবার রাত ১টা ১৫ মিনিটের দিকে।টাঙ্গাইলের ভুয়াপুরে এসআই কোহিনুর বেগম নীলার গ্রামের বাড়ি।দেড় বছর বয়সী এক শিশু সন্তান রয়েছে তার।
(বি:দ্র: ছবি-তথ্য সংগ্রহকরা)