Home / জাতীয় / পদ্মা সেতু এখন শুধু স্বপ্ন নয়,পদ্মা সেতু দৃশ্যমান…

পদ্মা সেতু এখন শুধু স্বপ্ন নয়,পদ্মা সেতু দৃশ্যমান…

অনলাইন ডেস্ক : মাওয়া প্রান্তে সেতুর দশম স্প্যান বসছে আজ বুধবার, স্প্যানটি বসানো হবে ১৩ ও ১৪ নম্বর পিলারে,এ নিয়ে সেতুর ১৫০০ মিটার বা ১.৫ কিলোমিটার দৃশ্যমান হবে।
জানা গেছে, ১০টি স্প্যান বসানোর পাশাপাশি সেতুর ২৪৭টি পাইল বসানোর কাজ এরই মধ্যে শেষ হয়েছে,বাকি ৪৭টি পাইলের মধ্যে ১৫টি পাইলেরও অর্ধেকাংশ বসানো হয়ে গেছে।
পদ্মা সেতুতে থাকছে মোট ৪২টি পিয়ার বা খুঁটি,এর মধ্যে ২২টির নির্মাণ এখন পুরোপুরি শেষ,আগামী জুন মাসের মধ্যে বাকি আরও ১০টি পিয়ারের নির্মাণকাজ শেষ হয়ে যাবে।৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর প্রতিটি স্প্যান ১৫০ মিটার দৈর্ঘ্যের,মাওয়া ও জাজিরা প্রান্তের স্থায়ী ও অস্থায়ী স্প্যান উভয় মিলে সেতুর মোট দৃশ্যমান ১৩৫০ মিটার।
আর বুধবার নতুন স্প্যান বসানো হলে দৃশ্যমান হবে সেতুর মোট ১৫০০ মিটার।
জানা গেছে, এ মাসেই পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ১১তম স্প্যানও বসতে যাচ্ছে।
(বি:দ্র:ছবি তথ্য সংগ্রহ করা)

About motalib

Check Also

সৌদি আরবে ওমরাহ হজে যাওয়া যাত্রীদের স্বাস্থ্য সংক্রান্ত নতুন নির্দেশনা।।

অনলাইন ডেস্ক :    সৌদি আরবে ওমরাহ হজে যাওয়া যাত্রীদের স্বাস্থ্য সংক্রান্ত নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।বিমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *