অনলাইন ডেস্ক: জাতীয় শহীদ মিনারে অধ্যাপক মোজাফফর আহমদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেকরাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পক্ষে বিকল্পধারার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এনায়েত কবির। তার সঙ্গে ছিলেন বিকল্পধারা বরিশাল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বেপারী,বিকল্প ধারার নেত্রী আয়েশা সিদ্দিকা প্রমূখ।
বিকল্পধারার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এনায়েত কবির বলেন,প্রবীণ রাজনৈতিক নেতা ও ন্যাপ ( মোজাফ্ফর) এর সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চলে গেলেন।দেশের প্রগতিশীল রাজনীতিতে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ভূমিকার কথা স্মরণ করেন এনায়েত কবির।
বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেকরাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পক্ষে বিকল্পধারার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এনায়েত কবির,মরহুমের পরিবারের শোকাহত সদস্যদের প্রতি সমবেদনা জানান ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি: