অনলাইন ডেস্ক: সাময়িক বরখাস্ত করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইব্রাহিম খানকে। তবে পুলিশের পক্ষ থেকে কিছু জানা যায়নি তাকে সাময়িক বরখাস্তের অভিযোগ ও কারণ সম্পর্কে।তাকে বরখাস্ত করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে রোববার।পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে বিসিএস ২৪তম ব্যাচের এই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের পর।
এতে বলা হয়েছে,তিনি পুলিশ অধিদফতরে সংযুক্ত থাকবেন সাময়িক বরখাস্ত থাকাকালীন এবং খোরপোষ ভাতা পাবেন প্রচলিত বিধি মোতাবেক।জানা যায়,তিনি গত দুই মাস আগে পুলিশের লালবাগ বিভাগ থেকে বদলি হয়ে ওয়ারী বিভাগে যোগদান করেন।
(বি:দ্র: ছবি-তথ্য সংগ্রহকরা)