অনলাইন ডেস্ক: বাসের ধাক্কায় নিহত হয়েছেন জাহাঙ্গীর আলম (৩২) ও আবদুল জলিল (৩৩) নামের দুই ব্যক্তি সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় নবীনগর চন্দ্রা সড়কে।এই দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে।তথ্যমতে,পুলিশ জানিয়েছে,নিহত জাহাঙ্গীর আলম আহাদ পরিবহনের একটি বাসের চালক ও আবদুল জলিল ওই পরিবহনের কোনো একটি বাসের মালিক।
তথ্যমতে,জানাযায়-আহাদ পরিবহনের একটি বাস টাঙ্গাইল থেকে ঢাকা যাওয়ার পথে কবিরপুর এলাকায় বেতার কেন্দ্রের সামনে বিকল হয়ে পড়ে বুধবার দিবাগত রাতে।জাহাঙ্গীর আলম ও আবদুল জলিল ভোরে বিকল বাসটিকে উদ্ধার করতে আহাদ পরিবহনের আরেকটি বাস দড়ি দিয়ে বাঁধছিলেন।ঢাকাগামী এসআর পরিবহনের আরেকটি বাস এসে আহাদ পরিবহনের বাসটিকে ধাক্কা দেয় এই সময়। দুজন এই সময় ঘটনাস্থলে মারা যান।
তথ্যমতে,জানাযায়-ঘটনার সত্যতা নিশ্চিত করেন,সালনা থানার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান।ওসি বলেন,সালনা থানায় নেওয়া হয়েছে লাশ দুটি উদ্ধার করে।গাজীপুর পাঠানো হবে ময়নাতদন্তের জন্য।আটক আছে বাস তিনটি।
(বি:দ্র: ছবি-তথ্য সংগ্রহকরা)