সংবাদদাতা : মোঃ সাইফুল ইসলাম রায়হান,চারঘাট রাজশাহী।
অনলাইন ডেস্ক: চারঘাট উপজেলার রায়পুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় উক্ত বিদ্যালয়ের শ্রেনী কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। রায়পুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেনীর অভিভাকদের নিয়ে এই সভার আযোজন করা হয়।
দি হ্যাঙ্গার প্রোজেক্ট এর সহোযোগিতায় রায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাজদার রহমান এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: তাজিম উদ্দিন খান। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: তাহার মন্ডল। দি হ্যাঙ্গার প্রোজেক্ট এর চারঘাট কো-অর্ডিনেটোর মোঃ আশরাফুল ইসলাম এর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন তেতুলিয়া বিএম কলেজের প্রভাষক মো: ফজলুল হক,মো: শাহনাজ পারভীন ,ফজিলা বেগম সহ আরও অনেকে।
বক্তারা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,বিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীরই শুধু নয়, যোগাযোগ থাকতে হয় অভিভাবকদেরও।শিক্ষাদানে শিক্ষকের ভূমিকা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, ছাত্রছাত্রীদের সফলতার পিছনে অভিভাবকদের সচেতনতা ও সংশ্লিষ্ট ছাত্রছাত্রীর মনঃসংযোগ ও মেধার প্রশ্ন জড়িত। সভায় প্রায় ২৭০ জন অভিভাবক অংশগ্রহন করেন।