অনলাইন ডেস্ক: বিএসএফ চারজন বাংলাদেশিকে আটকের পর পুলিশে হস্তান্তর করা হয়েছে-ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সীমান্তের ওপারে।উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্ত এলাকার ভারতের ৫ কিলোমিটার অভ্যন্তরে তাদের আটক করা হয় বৃহস্পতিবার দুপুরে।আটক ব্যক্তিরা হলেন,হরিপুর উপজেলার পশ্চিম আটঘরিয়া গ্রামের আইজুল হকের ছেলে রুবেল (২৫),একই এলাকার জয়নুল হকের ছেলে মাহাবুব (১৬),দক্ষিণ আটঘরিয়া গ্রামের আইজুল হকের ছেলে জামাল (২২) ও মিনমিন চাদর গ্রামের সামসুল হকের ছেলে মাসুদ (১৮)।
তথ্যমতে,জানাযায়-মোহাম্মদ রাজ মামুদ ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক বলেন,অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল তারা ৬ মাস আগে দিনমজুরের কাজের জন্য।বাংলাদেশে ফেরার সময় ধরা পড়েন বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে।
পতাকা বৈঠকের আহ্বান জানানো হয় খবর পাওয়ার পর বিজিবির পক্ষ থেকে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ফুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার পর্যায়ে।চারজন বাংলাদেশি আটকের বিষয়টি স্বীকার করে বিএসএফের ক্যাম্প কমান্ডার বলেন,ভারতীয় পুলিশে হস্তান্তর করা হয়েছে আটক বাংলাদেশিদের।
(বি:দ্র: ফাইল ছবি-তথ্য সংগ্রহকরা)