অনলাইন ডেস্ক: নওগাঁর পত্নীতলায় গাছে ঝুলন্ত অবস্থায় জয় ও কাজলী নামে দুই আদিবাসী তরুণ-তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের লাশ উদ্ধার করা হয় শনিবার সকালে উপজেলার গোপীনগর ঈদগাহ মাঠ থেকে।মৃতরা হলো,উপজেলার কৃঞ্চপর ইউপির গোপীনগর আদিবাসী পাড়ার সুধির হেমরমের ছেলে পত্নীতলা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র জয় মুর্মু (১৫) ও একই গ্রামের ফান্সিস মুর্মুর মেয়ে নজিপুর মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী কাজলী (১৭)।
জানাযায় গ্রামবাসী ও পুলিশ সূত্রে,স্থানীয়রা পুলিশকে জানান,শনিবার সকালে উপজেলার কৃঞ্চপুর ইউনিয়নের গোপীনগর ঈদগাহ মাঠে একটি গাছের ডালের সাথে তাদের ঝুলন্ত অবস্থায় দেখে।নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য।এই ব্যাপারে পত্নীতলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে পুলিশ।পরিমল কুমার চক্রবর্তী পত্নীতলা থানার ওসি জানান,মর্গে পাঠানো হয়েছে তাদের লাশ।মৃত্যুর সঠিক রহস্য বেরিয়ে আসবে তদন্ত শেষে।
(বি:দ্র: ছবি-তথ্য সংগ্রহকরা)