সংবাদদাতা : মোঃ সাইফুল ইসলাম রায়হান,চারঘাট রাজশাহী।
অনলাইন ডেস্ক: চারঘাট উপজেলার পাটিয়াকান্দি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। । শনিবার সকাল সাড়ে ৯ টায় উক্ত বিদ্যালয়ের শ্রেনী কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। পাটিয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাকদের নিয়ে এই সভার আযোজন করা হয়।
দি হ্যাঙ্গার প্রোজেক্ট এর সহোযোগিতায় পাটিয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে.এম জাকারিয়া এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের এস.এস.সি কমিটির সভাপতি আলহাজ্ব এ.টি.এম তাহির। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের এস.এস.সি কমিটির সদস্য আলহাজ্ব মো: শামসুল হক। দি হ্যাঙ্গার প্রোজেক্ট এর চারঘাট কো-অর্ডিনেটোর মোঃ আশরাফুল ইসলাম এর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন মো: সালাহ উদ্দিন,আবু আনিস,মো: গোলাম নবী, মোসা: ফিরোজা বেগম,আনোয়ারা বেগম সহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, অনেক অভিভাবক রয়েছেন যারা স্কুলে পড়ালেখার মান উন্নয়নে নানাভাবে সহায়তা করতে পারেন। বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের আরও বেশী করে নজর দিতে হবে। শিক্ষকরা নিয়মিত পাঠ দিয়ে তা শিক্ষার্থীদের নিকট থেকে আদায় করেন। শিক্ষার্থীরা বাড়িতে ঠিকমত লিখাপড়া করে কিনা অভিভাবকদের সেদিকেও লক্ষ্য রাখতে হবে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠাভ্যাস ও সুন্দর চরিত্র গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি সকল অভিভাবকের আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে হলে অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন। সর্বশেষে বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে এ ধরনের সমাবেশ সত্যিকার অর্থে বিদ্যালয়ের লেখাপড়ার মানকে আরো এক ধাপ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।