অনলাইন ডেস্ক: হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জিম্বাবুয়ের প্রথম প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।তার পরিবারের বরাত দিয়ে জানানো হয়েছে,বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছিল না ৯৫ বছর মুগাবের স্বাস্থ্যের অবস্থা। মুগাবে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন,সেখানেই তার মৃত্যু হয় শুক্রবার সকালে।
রবার্ট মুগাবে ১৯৮০ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়ার পর থেকে টানা ৩৭ বছর জিম্বাবুয়ের দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন। প্রেসিডেন্ট পদ থেকে তাকে উৎখাত করা হয় ২০১৭ সালের নভেম্বরে এক সামরিক অভ্যুত্থানে।
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন এমনানগাগোয়া এক টুইটে তার মৃত্যুর খবর জানিয়ে বলেন,জিম্বাবুয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের মৃত্যুসংবাদ আমাকে জানাতে হচ্ছে গভীর শোকের সঙ্গে।এমনানগাগোয়া লিখেছেন,মুগাবে ছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতীক,প্যান-আফ্রিকা মতবাদের একজন সমর্থক, জনগণের মুক্তি আর ক্ষমতায়নের জন্য যিনি তার জীবন উৎসের্গ করেছিলেন।
(বি:দ্র: ছবি-তথ্য সংগ্রহকরা)