অনলাইন ডেস্ক: সাতক্ষীরার ডেপুটি জেলার ডলি আক্তার ওরফে জলি মেহেজাবিন খানকে বরখাস্ত করে কারা অধিদপ্তরে ক্লোজড করা হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটূক্তির দায়ে।সাতক্ষীরা জেল সুপার আবু জায়েদ নিশ্চত করেছেন,রোববার সন্ধ্যায় কারা অধিদপ্তর থেকে সাতক্ষীরা জেলা কারাগারে নির্দেশনাপত্র এসেছে।
তিনি বলেন,সাতক্ষীরার ডেপুটি জেলার ডলি আক্তারকে সাময়িক বরখাস্ত করে কারা অধিদপ্তরে ক্লোজড করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির দায়ে।সাতক্ষীরা কারা দপ্তরে সন্ধ্যায় এ সংক্রান্ত একটি পত্র এসেছে।
স্বরাষ্ট্রমন্ত্রীকে বিলাই (বিড়াল) লিখে কটূক্তি করেন গত ৩ সেপ্টেম্বর ডেপুটি জেলার ডলি আক্তারের ব্যবহৃত জলি মেহেজাবিন খান ফেসবুক আইডি থেকে একটি পোস্টকৃত ছবির মন্তব্যে।তোলপাড় শুরু হয় এই ঘটনায় সংবাদ প্রকাশ হলে।স্বরাষ্ট্রমন্ত্রীকে কটূক্তিকারী ডেপুটি জেলার ডলি আক্তারকে অবশেষে বরখাস্ত করা হলো।
উল্লেখ্য,এই নারী কারা কর্মকর্তা গত পহেলা সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ৫৬ তম কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের একটি অনুষ্ঠানে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সেখানে কুচকাওয়াজ পরিদর্শন করেন।নিজের সেলফি তুলে রাখেন তিনি ধারাভাষ্যকার দেওয়ার মুহূর্তে।তিনি তার ব্যবহৃত জলি মেহেজাবিন খান নামের ফেসবুকে এটি পোষ্ট করেন এর দুই দিন পর ৩ সেপ্টেম্বর সকাল ৮টা ৪৯ মিনিটে।