অনলাইন ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদির দ্বিতীয় ইনিংসের শপথগ্রহণ অনুষ্ঠানে বিদেশ সফরের কারণে যেতে পারেননি।অক্টোবরের প্রথম সপ্তাহে দুজনে নতুন সরকার গঠনের পরে এই প্রথম ভারতে শীর্ষ বৈঠক বসতে চলেছে।এখনো পর্যন্ত স্থির রয়েছে ৩ অক্টোবর দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি ইন্ডিয়ান ইকনমিক সামিটে থাকবেন পরের দিন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ তারিখ মোদির সঙ্গে বৈঠক সেরে ৬ বা ৭ তারিখ দেশে ফিরবেন।
বাংলাদেশের সঙ্গে আসন্ন বৈঠকটি ভারতের কাছে যেমন গুরুত্বপূর্ণ তেমনই চ্যালেঞ্জিং।আসামে এনআরসি নিয়ে উৎকণ্ঠা রয়েছে ঢাকার।গত মাসে ঢাকায় এসে এই নিয়ে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রধানমন্ত্রী পর্যায়েও বাংলাদেশকে আশ্বস্ত করা হবে যে,এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়।বাংলাদেশের উদ্বেগের কারণ নেই।এছাড়া,জয়শঙ্করের ঢাকা সফরে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের অবস্থাকে সমর্থন করে জানানো হয়েছিল,জম্মু ও কাশ্মীরের সমস্যা দ্বিপাক্ষিকভাবেই মেটানো প্রয়োজন।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,কাশ্মীর প্রসঙ্গ উঠবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীপর্যায়ের বৈঠকে।দুদেশের প্রধানমন্ত্রী আলোচনা করবেন দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক,পানি চুক্তি,আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে।