সংবাদদাতা: মোঃ সাইফুল ইসলাম রায়হান,চারঘাট রাজশাহী।
অনলাইন ডেস্ক:রাজশাহীর চারঘাট সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ফেনসিডিল ও ইয়াবাসহ একজন কে গ্রেফ তার করেছে বিজিবি।মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।
বিজিবি জানায়, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী’র চারঘাট থানাধীন ইউসুফপুর সিপাহীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এসময় একই এলাকার মৃত ইব্রাহীম আলীর ছেলে আরিফুল বাইলাকে (৩০) আটক করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৬০ হাজার ৪১০ টাকা।
এ বিষয়ে চারঘাট মডেল থানায় মামলা হয়েছে। অন্যদিকে, চারঘাট থানাধীন ইউসুফপুর সিপাহীপাড়া এলাকায় ১৮০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ৫৪ হাজার টাকা।