অনলাইন ডেস্ক: হাইকোর্ট তিন মাসের জন্য স্থগিত করেছে ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন। একইসঙ্গে রুল জারি করা হয়েছে প্রতিষ্ঠানটির ইংলিশ মিডিয়াম শাখার শিক্ষার্থীর অভিভাবককে ভোটার তালিকায় কেন অন্তর্ভূক্ত করা হবে না তা জানতে চেয়ে।এক রিট আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার এই আদেশ দেন বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ।
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ২৮ সেপ্টেম্বর।ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান।তিনি জানান.গভর্নিং বডির নির্বাচনে বাংলা ও ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের অভিভাবকদের ভোটার করা হলেও ইংরেজি মিডিয়ামের অভিভাবকদের ভোটার করা হয়নি।ইংলিশ মিডিয়ামের এক শিক্ষার্থীর অভিভাবক হাইকোর্টে রিট করেন এই কারণে। হাইকোর্ট এই আদেশ দেন শুনানি শেষে।