অনলাইন ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আটক করা হয়েছে ভারতে পালানোর সময়।র্যাব তাকে আটক করে শুক্রবার ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে। এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম।
তিনি জানান,হাবিবুর রহমান মিজানকে আটক করা হয়েছে চলমান জুয়া ও ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে। কাউন্সিলর মিজান দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন,শ্রীমঙ্গল থেকে আজ ভোরে তাকে আটক করা হয় এমন তথ্যের ভিত্তিতে।তথ্যমতে,ক্যাসিনো কাণ্ডে যুক্ততার প্রমাণ রয়েছে কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বিরুদ্ধে।