অনলাইন ডেস্ক: মধ্যরাতে বাড়িতে ঢুকে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী এবং তার চার বছরের মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে টাঙ্গাইলে।এই হত্যাকাণ্ড ঘটে শনিবার রাত রাত ১২টার পর পৌর শহরের ভাল্লুককান্দী এলাকায়।নিহতরা হলেন,ওই এলাকার আল আমিনের স্ত্রী লাকী বেগম (২২) ও তাদের মেয়ে আলিফা (৪)। আল-আমিন জানান,তিনি শহরে মোবাইল ফোন ও পল্লী বিদ্যুতের বিল রিচার্জের একটি দোকান চালান।রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরে দেখেন গেট খোলা।ভেতরে ঢুকে তিনি স্ত্রী-মেয়ের রক্তাক্ত লাশ পান।তখনো টিভি চলছিল ঘরে।
টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশাররফ হোসেন বলেন,এখনো স্পষ্ট নয় কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।গ্রেফতার করা হয়নি কাউকে।লাশ টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।