অনলাইন ডেস্ক: নতুন কমিটি গঠন করা হয়েছে ৩৬তম বিসিএস (পুলিশ) সার্ভিস এসোসিয়েশনের। সভাপতি পদে মোহাম্মদ ইমরুল এবং সাধারণ সম্পাদক পদে এম. রাকিবুল হাসান ভূঞা ৩৬তম বিসিএস পুলিশ সদস্যদের উপস্থিতিতে ও সকলের সম্মতিতে নির্বাচিত হয়েছেন শুক্রবার।
এই সময় উপস্থিত সকলে ফুল দিয়ে অভিনন্দন জানান সভাপতি ও সাধারণ সম্পাদককে।ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন সভাপতি মোহাম্মদ ইমরুল।তার নিজ জেলা গোপালগঞ্জ এবং বর্তমানে শরীয়তপুর জেলায় কর্মরত আছেন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার হিসাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন সাধারণ সম্পাদক এম. রাকিবুল হাসান ভূঞা।তার নিজ জেলা কিশোরগঞ্জ এবং বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত আছেন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার হিসাবে।