অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশন’ইসি’ শেষ সময়ে সংসদে যোগ দেওয়া বিএনপির জন্য সংরক্ষিত একটি নারী আসনে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে।এই আসনটি পূরণের জন্য আগামী ১৬ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।বুধবার নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন’ইসি’ সচিব হেলালুদ্দীন আহমদ।নির্বাচন কমিশন’ইসি’ কতৃক ঘোষিত তফসিল অনুযায়ী ২০ মে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।২১ মে মনোনয়নপত্র বাছাই হবে এবং ২৮ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।তবে এই পদে বিএনপির থেকে একাধিক প্রার্থী মনোনয়ন না দিয়ে একজন প্রার্থী দেওয়া হলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না।সে ক্ষেত্রে ২৮ মে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে একমাত্র প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।
এর মধ্যে একাদশ সংসদ নির্বাচনে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে ৪৯ টিতে নির্বাচন শেষ হয়েছে।ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের ৪৩ জন,জাতীয় পার্টির ৪ জন,ওয়ার্কার্স পার্টির ১ জন এবং স্বতন্ত্র ১ জন নির্বাচিত হয়েছেন।বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এসকল সংসদ সদস্য সবাই।সেই সময় বিএনপি সংসদে যোগ না দেওয়ায় তাদের জন্য সংরক্ষিত একটি আসনের নির্বাচন স্থগিত ছিল।
(বি:দ্র:ছবি ও তথ্য সংগ্রহকরা)
