অনলাইন ডেস্ক: ১৩.২৬ শতাংশ পাসের হার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার ফলাফলে।৮৬.৭৪ শতাংশ অকৃতকার্য হয়েছে।ঢাবির কেন্দ্রীয় ভর্তি অফিসে মঙ্গলবার দুপুরে এই ফলাফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।এতে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম ও বিভিন্ন অনুষদের ডিন এবং শিক্ষকরা।
ফলাফল যেভাবে জানা যাবে-পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর,বোর্ডের নাম,পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এর মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানতে পারবেন ফলাফল।তাছাড়াও আবেদনকারীরা ফলাফল জানতে পারবেন যে কোনো মোবাইল অপারেটর থেকে টাইপ করে DU GHA টাইপ করে 16321 নম্বরে পাঠিয়ে।