অনলাইন ডেস্ক: সৌদি আরবে অন্তত ৫ সেনা নিহত হয়েছেন ইয়েমেন সীমান্তের কাছে গত ২ দিনে হামলায়।এই তথ্য জানিয়েছে সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে আনাদোলু ও টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে।টিআরটি ওয়ার্ল্ড’র প্রতিবেদনে বলা হয়েছে,এসব হামলা হয়েছে ইয়েমেন সীমান্তের কাছে সৌদি আরবের জিজান প্রদেশে। এসপিএ সৌদির ৫ সেনার মৃত্যুর খবর দিলেও বিস্তারিত কিছু জানায়নি ঘটনার।
বিস্তারিত তথ্য প্রকাশ করেনি এসপিএ সৌদির সেনারা কীভাবে নিহত হয়েছে কিংবা কারা হামলা চালিয়েছে সেব্যপারে। ইয়েমেনে হামলা চালিয়েছে আসছে সৌদি জোট বাহিনী বিগত প্রায় ৪ বছর ধরে। জাতিসংঘ জানিয়েছে সৌদি জোটের হামলায় হাজার হাজার ইয়েমেনির প্রাণহানি ঘটেছে ও আরো এক কোটি ৪০ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে।সৌদি আরবের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে সৌদি জোটের হামলার জবাবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।